পৃথিবীর এই বিশালতায় মানুষ হিসেবে আমরা অতি ক্ষুদ্র। আবার এই ক্ষুদ্র মানুষের সমষ্টিই পৃথিবীর বিশালতার প্রমাণ দিচ্ছে। জগতের সকল সৃষ্টিই মানুষকে ঘিরে আবর্তিত হয়। তাই মানুষের টিকে থাকার সাথেই পৃথিবীর অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।
একই আকাশের ছায়ায় সব মানুষ বসবাস করলেও পারিপার্শ্বিক অবস্থা মানুষের মানুষের মনুষত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যে কারণে একেকজনের দৃষ্টিভঙ্গি হয় একেক রকম। মানুষের মধ্যে কেউ কেউ কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে তার সৃষ্টিশীল রচনা ও কীর্তি দ্বারা চলে যায় জনপ্রিয়তার শীর্ষে। মানুষের হৃদয়ে বেঁচে থাকেন বছরের পর বছর। তাই বলতেই হয় ভালো কিছু করার মধ্যেই মূলত জীবনের উদ্দেশ্যে নিহিত।
মানুষের মধ্যে কেউ কেউ ধরণীর তরে আসে আবার চলে যায় এক সংকীর্ণ গণ্ডির মধ্য দিয়ে। জীবনের বিভিন্ন বাঁকে চ্যালেঞ্জ নিতে ভয় পাওয়া এসব মানুষেরা বাঁধাগ্রস্ত হয় প্রতিটি বাঁকে বাঁকে। বলি, কী লাভ পৃথিবীতে এই আসা যাওয়ায়। যদি ব্যক্তি তার গুণকে, তার স্বীয় সত্তাকে সুন্দর এবং মহত গুণাবলীর দ্বারা মহিমান্বিত না করতে নাই পারলো। তাই বলতেই হয়, অন্তসার বেঁচে থাকার মানে হয় না কোনো।
প্রকাশ: মার্চ ২০০৮