নেসার আমিন একজন লেখক, অনুবাদক, কনটেন্ট ক্রিয়েটর ও উন্নয়নকর্মী। কর্মময় জীবনের বর্তমান পর্যায়ে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর সহযোগী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি (নভেম্বর ২০২৪) উপ-সচিব মর্যাদায় নেসার আমিনকে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে’র প্রধানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নেসার আমিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শ্রীরামপুর গ্রামে ১৯৮৬ সালের ৫ মে জন্মগ্রহণ করেন। তার পিতা এ.টি.এম রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা প্রয়াত বেগম হাসিনা খোন্দকার ছিলেন একজন গৃহিণী।
২০০৪-০৫ শিক্ষাবর্ষে নেসার আমিন ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ২০০৮ সালে তিনি এই বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্মান (বিএসএস) এবং ২০০৯ সালে মাস্টার্স (এমএসএস) পাশ করেন।
ছাত্রজীবন থেকেই নেসার আমিন এর লেখালেখির হাতেখড়ি। ২০০৯ সালের প্রথমদিকে বিশেষ প্রতিবেদক হিসেবে নেসার আমিন যোগ দেন ‘পাক্ষিক চিন্তা’ ম্যাগাজিনে। তিনি এরপর দু বছর (২০১১-২০১২ সাল) অত্যন্ত দক্ষতার সাথে চ্যানেল টুয়েন্টি ফোরে ‘নিউজ রুম এডিটর’ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এবং ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এ (অবৈতনিক) কর্মরত রয়েছেন।
একুশে বইমেলা-২০১৫ তে তার প্রথম গ্রন্থ ‘বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ’ প্রকাশিত হয়। এখন পর্যন্ত নেসার আমিন-এর লেখা ও অনূদিত ২৫টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া তার সম্পাদনায় কন্যাশিশু, নারীর কথা বই, বেশ কয়েকটি নির্বাচনী প্রতিবেদন এবং নিউজলেটার প্রকাশিত হয়েছে।
লেখালেখির পাশাপাশি নেসার আমিন দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। এগুলো হলো:
১. Bangla Info Motivation, লিংক: www.youtube.com/NasarAmin
২. Bangla Info Media, লিংক: www.youtube.com/BanglaInfoMediabd
সোশ্যাল মিডিয়ায় নেসার আমিন:
ওয়েবসাইট/ব্লগ: www.nasaramin.com
ফেসবুক আইডি: www.facebook.com/nasar.du
ফেসবুক পেজ: http://www.facebook.com/nasaramin.bd; www.facebook.com/BanglaInfoMotivation
টুইটার: https://twitter.com/nasaramin
লিংকডইন: https://www.linkedin.com/in/nasar1000/
ই-মেইল: nasar1000@admin
রকমারি ডটকম: www.rokomari.com/book/author/31714/nesar-amin